Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০১৯ | ১১ বৈশাখ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত

রাজকুমার সেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০২ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০২ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিকশায় দুর্ঘটনায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুলাউড়া ও ভুকশিমইল সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫ এসএসসি পরীক্ষার্থী সীমা আক্তার, সুমাইয়া আক্তার, মাছুমা আক্তার, ইমন আহমেদ ও নুরুল আমীন আহত হয়। 

জানা যায়, ওই পাঁচ পরীক্ষার্থী কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সকালের পরীক্ষা শেষে সিএনজি অটোরকিশায় চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কুলাউড়া ও ভুকশিমইল সড়কের দানা মিয়ার বাড়ির সামনে পৌঁছালে সিএনজি চালক শিপন নিয়ন্ত্রণ হারায়।

এসময় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগলে সিএনজিতে থাকা এসএসসি পরীক্ষার্থীরা গুরুতর আহত হয়। পরে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।

 

 

Bootstrap Image Preview