Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেনবাগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

মোঃ জামশেদুর রহমান শামীম, সেনবাগ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৩ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৩ PM

bdmorning Image Preview


ফেনী-নোয়াখালী মহাসড়কের ছমিরমুন্সীরহাট বাজার থেকে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করেন সেনবাগ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রক্তিম চৌধুরী।

সওজ বিভাগের এসডিই প্রকৌশলী শামছুদ্দোহা জানান, চৌমুহনীর চৌরাস্তা থেকে মহিপাল পর্যন্ত সওজ বিভাগের সড়কটি চার লেনে উন্নীত করা হবে।

জেলা প্রশাসনের দিক নির্দেশনায় পুরো উচ্ছেদ অভিযান তদারকি করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল। এসময় সড়ক ও জনপথ বিভাগের এসডিই প্রকৌশলী মো: শামছুদ্দোহা, সেনবাগ থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ বিভাগ ও বনবিভাগের দায়িত্ববান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়কটি প্রশস্তকরণে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ৭০টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপনা বোলডোজার দিয়ে অপসারণ করা হয়েছে। সড়কের অন্যান্য অবৈধ স্থাপনাগুলো জরুরীভাবে অভিযানের মাধ্যমে অপসারণ করা হবে বিধায় এ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ জনগণ।


 

Bootstrap Image Preview