Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারকে আল্লামা শফির কঠোর হুঁশিয়ারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৮ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পঞ্চগড়ে অনুষ্ঠিতব্য কাদিয়ানিদের সম্মেলন অবিলম্বে বন্ধ না হওয়া পর্যন্ত ‘সর্বাত্মক আন্দোলন’ চালিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শাহ শফি। 

সরকারকে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে বলেন, 'কাদিয়ানীদের এই সম্মেলন অবিলম্বে বন্ধ করতে হবে। এ ব্যাপারে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি ‘ ‘কাদিয়ানীদের এই সম্মেলন বন্ধ না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যে সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানাচ্ছি। যদি এই সম্মেলন বন্ধ করা না হয় প্রয়োজনে আমি পঞ্চগড়ে গিয়ে আন্দোলনে শরিক হবো,’ বলেন আল্লামা শফি।

হেফাজতের আমির আরও বলেন, ‘কাদিয়ানিরা পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নতুন নবী মানে। অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদকে (সা.) সর্বশেষ নবী মানে না। তাই তারা নিশ্চিভাবে কাফের।’

উল্লেখ্য, পঞ্চগড়ে ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি কাদিয়ানী সম্মেলন। এই ;সম্মেলন অবিলম্বে বন্ধের দাবিতে বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করছে হেফাজতে ইসলাম।

Bootstrap Image Preview