Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোটি টাকা খরচ করে ছাগল ধরলেন শিকারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৬ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তানের গিলগিত-বালতিস্তান অঞ্চলের একটি ‘ট্রফি হান্টিং সেশনে’ বিরল প্রজাতির একটি ছাগল শিকারের জন্য প্রায় এক কোটি টাকা ব্যয় করেছেন এক মার্কিন শিকারি। তার নাম ব্রায়ান কিন্সেল হারলান।

মারখোর প্রজাতির শিংওয়ালা ওই ছাগল দেশটির জাতীয় পশু। খবর ডন

পাকিস্তানের জাতীয় পশু হিসেবে পরিচিত ওই ছাগলের বেশ বড় বড় বাঁকানো ও ধারালো শিং রয়েছে। আর এসব ছাগল সংরক্ষণে দেশটির সরকারি নির্দেশনা রয়েছে।

প্রতিবদনে বলা হয়েছে, পাকিস্তানে প্রথমবারের মতো এত অর্থ ব্যয় করে কেউ মারখোর প্রজাতির ছাগল শিকার করলেন।

ওই মার্কিন শিকারি বলেন, ‘এটা আমার জন্য খুব সহজ ও সুবিধাজনক একটি সুযোগ। আমি এই ট্রফি পেয়ে আনন্দিত।’ বিদেশি ওই শিকারি ৪১ ইঞ্চি আয়তনের একটি ট্রফি পেয়েছেন।

জানা গেছে গেল বছর ২০১৮-১৯ ট্রফি হান্টিং সেশনে দেশি ও বিদেশি শিকারিরা ৫০টি বন্যপ্রাণী শিকার করেন।

তবে এ বছরের জানুয়ারিতে দুই মার্কিন নাগরিক সর্বোচ্চ দামে মারখোর জাতের ছাগল শিকার করেন। এ জাতের ছাগল শিকারের জন্য তাদের এক লাখ মার্কিন ডলার গুনতে হয়েছে।

Bootstrap Image Preview