Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আগামী মাসে পদত্যাগ করছেন থেরেসা মে!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আগামী মাসেই পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এমন খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়, আগামী মার্চ মাসে ব্রেক্সিট চুক্তি পাস হতে পারে। আর তা পাস হয়ে গেলে প্রধানমন্ত্রীত্বের পদ ছাড়তে পারে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

এ বিষয়ে থেরেসা মে’র ঘনিষ্ঠজনরা জানান, প্রধানমন্ত্রী পদত্যাগ করার জন্য প্রস্তুত। তবে প্রতিদ্বন্দ্বী বরিস জনসনকে ঠেকানোর জন্য তিনি নতুন নির্বাচনে লড়তে পারেন। আগামী ২৯ মার্চ ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

তারা জানান, গত মাসে ব্রিটিশ পার্লমেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ঐতিহাসিক পরাজয়ের পর থেরেসা মে স্বীকার করতে বাধ্য হন যে, তিনি সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

Bootstrap Image Preview