Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, আগষ্ট ২০১৯ | ৫ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৭ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৭ PM

bdmorning Image Preview


বৈশাখি টিভির মাঈন উদ্দিন আরিফকে আহ্বায়ক ও পূর্বপশ্চিম ডটকমের সাজ্জাদ হোসাইনকে সদস্য সচিব নির্বাচিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ‘কবি নজরুল সরকারি কলেজ’এর সাংবাদিক সমিতির ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের ক্যাম্পাসে ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে একটি পূনাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, সবুজ আলম ফিরোজ (দৈনিক অধিকার), মনিরুল ইসলাম ফরাজী (রেডিও স্পাইস ৯৬.৪ এফএম), মবিনুর রহমান (আমাদেরসময়.কম)।

এছাড়াও খুবায়ের আহমেদ (দৈনিক স্বাধীন বাংলা) ফয়সাল আহমেদ রূমী, মো. জুয়েল মিয়াসহ নাদিরা বিনতুকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দদের মাঝে প্রধান উপদেষ্টা অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, অধ্যাপক কবি নজরুল সরকারি কলেজ।

কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দদের মধ্যে প্রধান উপদেষ্টা কলেজের অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার রয়েছেন।

এছাড়া উপদেষ্টামন্ডলীর মধ্যে আরও আছেন, উপাধ্যাক্ষ ড. খালেদা নাসরীন, অধ্যাপক মোহাম্মদ আকবর হুসাইন, অধ্যাপক এ.বি.এস এ সাদী মোহাম্মদ, এবং ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক কল্যানী ব্যানার্জী। উক্ত কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার এক সাক্ষরের মাধ্যামে কমিটিকে অনুমদন দেন।

Bootstrap Image Preview