Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ বন্ধুদের নিয়ে কাবা পরিদর্শনে সৌদি যুবরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১৯ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আকস্মিকভাবে পবিত্র কাবা শরিফ পরিদর্শন করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। কাবায় তার আগমনের বিষয়টি অনেকেই জানতেন না।

আজ মঙ্গলবার তিনি কাবা পরিদর্শনে যান।

সিএনএনের খবরে জানানো হয়, পবিত্র কাবার পুনঃসংস্কারের পর সম্প্রসারিত প্রকল্পগুলো দেখাশোনার জন্য বিন সালমান মক্কায় সফর করেন। তবে কখন তার এই ভ্রমণ ও জিয়ারত হয়েছে, সিএনএন সেটা বলতে পারেনি।

কাবা শরিফের খতিব শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসসহ সরকারি কর্মকর্তারা যুবরাজকে কাবায় স্বাগত জানান। এ সময় প্রিন্সের সঙ্গে তার অনেক বন্ধুবান্ধবও ছিল।

ছবিতে ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে নানাভঙ্গিমায় দেখা যায়।

মঙ্গলবার সকালে বিন সালমানের ছবিগুলো টুইটারে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং ছবিগুলোর প্রতি মানুষ যথেষ্ট আগ্রহ দেখায়।

প্রসঙ্গত, দুর্নীতিবিরোধী অভিযানের নামে রাজপরিবারের বহু সদস্যকে আটক ও নির্যাতনসহ নানান বিষয়ে আলোচিত-সমালোচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খাশোগি হত্যার সঙ্গেও তার জড়িত থাকার দাবি করেছে তুরস্ক।

Bootstrap Image Preview