Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সালথায় কোচিং বাণিজ্য বন্ধে ইউএনও'র অবহিতকরণ সভা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৯ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৯ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় শিক্ষকদের "কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২" সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। 

এসময় শিক্ষকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী কোন প্রকার কোচিং বাণিজ্য করা যাবে না। অন্য কেউ করলে তাকে বাধা দিতে হবে। সকল শিক্ষকদের তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মিরাজ আলী, গট্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাপ হোসেন প্রমুখ।
 

Bootstrap Image Preview