Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেক ভিডিও নিয়ে পুলিশের কাছে জেসিয়ার অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩১ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নিজের নামে খোলা ফেসবুকে অসংখ্য ফেক আইডি এবং ফেক ভিডিও  বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে একটি লিখিত অভিযোগ দিয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিটের কার্যালয়ে গিয়ে তিনি অভিযোগটি দায়ের করেন। অভিযোগ নিয়ে জেসিয়া বলেন, ‘গত কয়েক দিন ধরে আমাকে নিয়ে কিছু ফেক ভিডিও বানিয়ে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রীমহল সামাজিক যোগাযোগমাধ্যমে ও ইন্টারনেটে ভুয়া কন্টেন্ট ছড়াচ্ছে। মূলত এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সাইবার ক্রাইম ইউনিটে এ অভিযোগ দায়ের করেছি। আমি আশাবাদী, শত আস্থার এই প্রতিষ্ঠান এই খারাপ লোকগুলোকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসবে এবং ওইসব ভুয়া কন্টেন্ট ইন্টারনেট থেকে মুছে দেবে।’

জেসিয়ার দায়ের করা লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম।

জেসিয়ার বিষয়টি আমলে নিয়ে এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘এটি অবশ্যই একটি মারাত্মক অপরাধ। কারও নামে ফেক আইডি তৈরি করে ভুয়া কনটেন্ট ছড়ানো একটি শাস্তিযোগ্য অপরাধ। জেসিয়ার অভিযোগ পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই আমাদের কার্যক্রম শুরু করেছি। এরই মধ্যে কয়েকটি আইডির ব্যাপারে তথ্য পেয়েছি। এবং তাদের অবজারভেশনে রেখেছি। শিগগিরই এসব অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব।’

সাইবার সিকিউরিটি প্রসঙ্গে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, ‘দেশের মানুষকে নিরাপদে এবং নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করে দিতে পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন সদা তৎপর। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজন হ্যাকারসহ সাইবার অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। কেউ যদি সাইবার অপরাধী দ্বারা আক্রান্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আমাদের কাছে নিশ্চিন্তে অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ রইল।’

উল্লেখ্য, জেসিয়া বেশ কিছুদিন ধরেই ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করছেন। আলোচিত-সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গেও তার কিছু ভিডিও আছে, ছিল প্রেমের সম্পর্কও। এগুলো নিয়েও বেশকিছু অপপ্রচার রয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

Bootstrap Image Preview