Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরের ৮ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৯ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুর উপজেলার ১৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮টিতেই নেই কোন প্রধান শিক্ষক। ভারপ্রাপ্তদের দিয়ে চলছে শিক্ষাদানসহ প্রশাসনিক কার্যক্রম। যে কারণে বিদ্যালয়সমূহের শৃঙ্খলা, শিক্ষার্থীদের রক্ষণাবেক্ষণ ও শিক্ষাদান কার্যক্রমসহ বিদ্যালয়ের গঠনমূলক উন্নয়ন ও প্রশাসনিক কর্মকান্ডে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সর্বমোট ১৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ১৩টি পদের বিপরীতে আদালতে মামলা রয়েছে।

বিদ্যালয়গুলো হলো, কাওরাইদ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধমধমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাওগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, নানদিয়া সাংগন ও আবহানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শৈলাট পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিঝুড়ি আব্দুল হেকিম প্রধান সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য থাকায় একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম।

শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: সিদ্দিকুর রহমান বলেন, পদশূন্য প্রধান শিক্ষক পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দিয়ে উপজেলার ৮ টি প্রাথমিক বিদ্যালয় চালানো হচ্ছে। তবে ইতোমধ্যে পদশূন্য প্রতিষ্ঠানের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview