Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমারের অং সানের ভাস্কর্যবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৫ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিয়ানমারের স্বাধীনতার নায়ক জেনারেল অং সানের ভাস্কর্যকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে দেশটির কারেন্নি নৃতাত্ত্বিক গোষ্ঠী। বিক্ষোভটি ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় ১০ বিক্ষোভকারী আহত হয়েছেন।

পুলিশ ও বিক্ষোভকারী সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য দিয়েছে।

সরকার বিক্ষোভের অনুমতি না দিলেও পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্য কাইয়াহের রাজধানী লোকেউতে ইউনিয়ন দিবস উপলক্ষ্যে তিন হাজার লোক জড়ো হয়ে এই বিক্ষোভ করে । কাইয়াহে রাজ্যটি কারেন্নি নামেও পরিচিত।

কারেন্নি রাজ্যের যুব বাহিনীর নেতা কুন থমাস বিক্ষোভের সময় বলেন, প্রথমে আমরা তার ভাস্কর্যের বিরোধীতা করছি না, তবে তিনি যেসব প্রতিশ্রুতির কথা বলেছিলেন, সবার আগে সেগুলোর বাস্তবায়ন দেখতে চাচ্ছি আমরা।

তিনি আরও বলেন, আমরা আমাদের বিক্ষোভ চালিয়ে যাব। মিয়ানমারের নেতা অং সান সুচির বাবা অং সান ১৯৪৭ সালের ১২ ফেব্রুয়ারিতে সই হওয়া বেশ কয়েকটি নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে চুক্তির রূপরেখা তৈরি করেছিলেন। এ দিনটিতে বাৎসরিক ছুটি হিসাবে পালন করা হয়।

কিন্তু অং সানকে হত্যার পর সেই চুক্তির বাস্তবায়ন করা হয়নি। কয়েক দশকের সামরিক শাসনের পর ২০১৬ সালে ক্ষমতায় বসেন তার মেয়ে সুচি। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে শান্তি স্থাপনকে নিজের অগ্রাধিকার দিচ্ছেন সুচি।

পুলিশ প্রধান উইন হটাই বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত এবং সম্পূর্ণ পুলিশি নিয়ন্ত্রণে রয়েছে।

Bootstrap Image Preview