Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় চেয়াম্যান পদে মনোনয়ন ফরম নিলেন আ.লীগের রফিকুল ইসলাম

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩১ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩১ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের কাছ থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রফিকুল ইসলাম।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মোঃ মহিউদ্দিন, মাটিরাঙ্গা আওয়ামী লীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, যুগ্ম-সম্পাদক হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ ফরাজী এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সসম্পাদক মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ শহীদুল ইসলাম এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তছলিম উদ্দিন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম বলেন, আমি দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দীর্ঘদিন ধরে দলের রাজনীতি করছি। ত্যাগ তীতিক্ষা সহ্য করেছি, আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি। দলীয় সভাপতি শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে মুল্যায়ন করেছেন।

মো. রফিকুল ইসলাম আরো জানান, দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে মাটিরাঙ্গা উপজেলায় বিজয় সুনিশ্চিত করবো।

Bootstrap Image Preview