Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

র‌্যাবের ভেজালবিরোধী ঝটিকা অভিযান, ২৫ লাখ টাকা জরিমানা

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৪ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের রূপগঞ্জের নীলা মার্কেটে ঝটিকা ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় খাদ্যে ভেজাল, অপরিস্কার ও বাসী-পচা খাবার বিক্রির অভিযোগে ১৭টি রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (১১ ফেব্রুয়ার) দিবাগত রাতে র‌্যাব হেডকোয়াটারের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাব-১ এর একটি দল এ অভিযান চালায়। এ সময় জরিমানার পাশাপাশি সিলগালা করে দেয়া হয় একটি রেস্টুরেন্ট।

র‌্যাব-১ এর এএসপি সালাহউদ্দিন আহমেদ জানান, পূর্বাচলে উপশহরের ১নং সেক্টরে গড়ে উঠা ‘নীলা মার্কেটে’ মুখরোচক খাবারের প্রলোভনে স্থানীয়রাসহ শহরের লোকজন প্রতিদিন ভীড় করে। র‌্যাব গোপন সূত্রে জানতে পারে, এখানে উন্নতমানের খাবারের প্রতিশ্রুতিতে অসাধু ব্যবসায়ীরা খাবারে ভেজাল করা সহ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রি করছেন। সে সূত্রে সোমবার সন্ধ্যায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার হোসেনের নেতৃত্বে রাত ৮টা পর্যন্ত সেখানে অভিযান চালায় র‌্যাব-১ এর একটি দল।

এ সময় খাবারে ক্যামিকেল রং, মিষ্টিতে পাউডার মেশানো ও বাসী-পচাঁ খাবার বিক্রির অভিযোগে পূর্বাচল আমান উল্লাহ হোটেল, আলবার্ড রেস্টুরেন্ট, জহির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পালকি হোটেল, মুসলিম মিষ্টি ঘর, প্রদীপ মিষ্টান্ন ভান্ডার, স্বপন মিষ্টান্ন ভাণ্ডার, বজেন্দ্র সুইটস, আবুল মিষ্টান্ন ভাণ্ডার, টাঙ্গাইল পোড়াবাড়ি, অনিক সুইট, মিষ্টি মহল, মোস্তফা সুইট, চিত্ত বাবু সুপার সুইট, পূর্বাচল রাজভোজ মিষ্টান্ন ভাণ্ডারসহ ১৭ টি রেষ্টুরেন্ট ও মিষ্টির দোকানকে মোট ২৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেন।

পরে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সোনার বাংলা রেষ্টুরেন্ট নামে একটি হোটেল সিলগালা করে দেয় র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে মোট ১৫টি মামলা দায়ের করে র‌্যাব।

Bootstrap Image Preview