Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, আগষ্ট ২০১৯ | ৫ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান চলছে

ইসতিয়াক ইসতি
ক্রাইম রিপোর্টার
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৯ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


রাজধানীর মিরপুর এলাকায় সড়ক ও ফুটপাতে অবৈদ দখলের উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিত আনোয়ার নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টা পর থেকে মিরপুর-১০ এলাকার সড়ক ও ফুটপাতে অবৈধভাবে স্থাপনকৃত দোকানপাট উচ্ছেদ চলছে।

অন্যদিকে উচ্ছেদ শিকার একাধিক ব্যক্তি অভিযোগ করছেন কোনো নোটিশ ছাড়াই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এই বিষয়ের ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিত আনোয়ার বলেন, গনবিজ্ঞপ্তি মাধ্যমে আগেই উচ্ছেদের কথা জানানো হয়েছে।

উচ্ছেদ বিষয়ে তিনি আরো বলেন, জনদুর্ভোগ এড়াতে এবং অবৈধ স্থাপনা গুটিয়ে দিতে এ অভিযান। অভিযানে সকালে মিরপুর ১০নাম্বার চত্বরের পূর্বপাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। এখন পশ্চিম অংশে উচ্ছেদ অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview