Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজের ২ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৩৪ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নাটোরের বড়াইগ্রাম নিখোঁজের দুই দিন পর উপজেলার কুমরুল গ্রামের একটি আম বাগান থেকে রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুমা আক্তার কুমরুল উত্তরপাড়া মহল্লার আব্দুল আলিমের স্ত্রী।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তাকে হত্যার পর লাশ আম বাগানে ফেলে আসা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন কুমার সাহা ও স্থানীয়রা জানান, গত রবিবার রাতে রুমা আক্তার খাওয়া দাওয়া শেষে তার ঘরে চলে যায়। এরপর তার আর কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। সকালে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ করেও তার কোনো সন্ধ্যান পায়নি।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নিহতের বাড়ির অদূরে একটি আম বাগানের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিক সুরৎহাল প্রতিবেদনে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে বলে জানায় পুলিশ।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্বামীর প্রথম স্ত্রী শাহিদা বেগম ও তার মেয়ে আরজিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Bootstrap Image Preview