Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বুড়িগঙ্গার তীর দখল মুক্ত করতে ফের অভিযান শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৯ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৯ PM

bdmorning Image Preview


ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীর পর ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীর দখল মুক্ত করতে ৪ দিন পর ফের অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিওটিএ।

আজ মঙ্গলবার সকালে ১০টা থেকে শুরু হয়া তৃতীয় ধাপের এ অভিযান চলে বিকাল ৩টা পর্যন্ত।

এ বিষয়ে গণমাধ্যমকে বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানের শুরুতে ৩০টি টিনের ঘর ভেঙে দেওয়া হয়েছে। আগের দুই দফায় ছয় দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গা তীরের ১২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে ১০৭টি পাকা ভবন, ১২১টি আধাপাকা স্থাপনা, ৮০টি স মিল, ৮টি কারখানা এবং ৮৮৩টি টিনের ঘর ও টংঘর ছিল।

ঢাকা নদী বন্দরের আওতাধীন এলাকায় ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা মো. মোবারক হোসেন জানিয়েছেন।

Bootstrap Image Preview