Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কা ক্রিকেটের অধঃপতনে কারণ টাকা: মুরলিধরন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৭ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview


বিশ্বকাপ জয়ী দল শ্রীলঙ্কা ক্রিকেট সময়টা মোটেই ভালো যাচ্ছে না। টানা সিরিজ ব্যর্থতার সঙ্গে বোর্ডের দূনীতিতে আস্থে আস্থে ধ্বংসের দিয়ে যাচ্ছে তাদের ক্রিকেট। এর পেঠনের কারন হিসেবে অত্যাধিক অর্থের লোভ করাকেই কারণ হিসেবে উল্লেখ করলেন  সাবেক লংকান কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরলিধরন।

৯০’র দশকে ক্রিকেট অঙ্গনে পা রাখে শ্রীলঙ্কা। এরপর সবাইকে অবাক করে ৯৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় দলটি। এরপর দাপটের সঙ্গে বিশ্ব ক্রিকেটের অন্য পরাশক্তি গুলোর সঙ্গে নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে। কিন্তু শেষ ৩/৪ বছরে কোনো কিছুট যেন ভালো যাচ্ছে না দলটির।  তারকা ক্রিকেটারদের অবসরের সঙ্গে সঙ্গে নানা অনিয়ম, দুর্নীতি, ফিক্সিং কেলেংকারিতে জর্জরিত বোর্ড হয়ে পড়েছে তারা।

বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য মুরালিধরন বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না। এমন দ্রুত অধঃপতনের ব্যাখ্যায় তিনি বললেন, আমাদের কালে ক্রিকেটে অর্থের এত ঝনঝনানি ছিল না। তবে খেলাটির প্রতি দরদ ছিল। আবেগ নিয়ে খেলতাম। উইকেট নেওয়ার, রান করার তাগিদ ছিল। এখন সেসব নেই। খেলার ধরনই বদলে গেছে। ক্রিকেটাররা অর্থের পেছনে ছুটলে খেলার মান পড়ে যায়। তাদের উদ্দেশে বলি, অর্থের পেছনে ছোটার দরকার নেই। সাফল্য এলে অর্থ,যশ, খ্যাতি, প্রভাব-প্রতিপত্তি-সব এমনিতেই মিলবে।

এদিকে শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষৎ নিয়েও শঙ্কিত মুরালিধরন। তার ভাষ্য মতে, দেশের ক্রিকেটে এখন কোনও প্রতিভা উঠে আসছে না। এটা অত্যন্ত চিন্তার বিষয়। একজন কোচ বড়জোর রাস্তাটা দেখিয়ে দিতে পারেন। কিন্তু সাফল্য পেতে হলে নিজেকেই লড়তে হবে।

Bootstrap Image Preview