Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, আগষ্ট ২০১৯ | ৫ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ উপনেতার শ্রদ্ধাঞ্জলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২১ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২১ PM

bdmorning Image Preview


জাতিয় সংসদের উপনেতা নির্বাচিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন সৈয়দা সাজেদা চৌধুরী।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। 

এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় সাজিদ আকবর চৌধুরী, শাহদাব আকবর চৌধুরী, মো. শফি উদ্দিনসহ ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংসদ নেতার অনুরোধক্রমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে সংসদ উপনেতা হিসেবে নিয়োগ দেন। এ নিয়ে টানা তিনবার সংসদে ডেপুটি লিডারের দায়িত্বভার গ্রহণ করলেন সাজেদা চৌধুরী।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দা সাজেদা চৌধুরী সংসদীয় আসন ২১২ (ফরিদপুর-২) থেকে নির্বাচিত হন।

Bootstrap Image Preview