Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী গুজব, আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৬ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৬ PM

bdmorning Image Preview


ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়ানোর দায়ে সিলেটের দক্ষিণ সুরমা থেকে একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার রাত ৯টার দিকে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম মো. মাসুম আহমেদ (৩৭)। সে দক্ষিণ সুরমার শেখের গাঁও গ্রামের আব্দুল মহিতের ছেলে।

এ ব্যপারে র‍্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- আটক মাসুম দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তি বর্গসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মান হানি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এছাড়াও তার ফেসবুক আইডি থেকে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করার লক্ষ্যে ক্রমাগত তৎপরতা পরিচালনার প্রমাণ পাওয়া যায়।

অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরপূর্বক তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Bootstrap Image Preview