Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শেওয়াগের বিজ্ঞাপনে সমালোচনার ঝড় (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৯ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৫৭ PM

bdmorning Image Preview


আর দুই সপ্তাহ পরই ফিরতি সিরিজের অংশ হিসেবে ভারত সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। সফরটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে খেলতে তারা। এই সিরিজ নিয়ে এখন থেকেই উত্তাপ ছড়াচ্ছে মাঠের বাইরে। হাইভোল্টেজ সেই সিরিজ নিয়েই মজার প্রচারমূলক ভিডিও তৈরি করেছে সম্প্রচারকারী সংস্থা৷ সেই ভিডিওতেই শেওয়াগকে পাওয়া গিয়েছে বেবিসিটারের রোলে৷

ওই ভিডিওয়োতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার জার্সি পরে এক দল বাচ্চা বল, ব্যাট, গ্লাভস নিয়ে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছে। তাদেরকে সামলে রাখছেন স্বয়ং শেওয়াগ।অস্ট্রেলিয়ার জার্সিতে শ্বেত বর্ণ কৃষ্ণ বর্ণের এই শিশুগুলোকে নিজেদের দেশে স্বাগত জানিয়েছেন শেবাগ। ড্রেসিং রুমে শিশু গুলোকে কোলে নিয়ে তিনি বলেন, ‘আমরা যখন অস্ট্রেলিয়া সফর করেছিলাম তখন তারা জিজ্ঞেস করেছিল, ‘‘বেবি সিটিং (বাচ্চা পালন) করবা’’। আমরা বলছি, সবাই চলে আসো। অবশ্যই করবো।’

ভিডিওটির শেষ দিকে ছোট একটি শিশু শেবাগের কোলে প্রসাব করে দেয়।

ভিডিওটি স্টার স্পোর্টসের পৃষ্ট পোষকতায় আসছে তৈরি করা হয়েছে। এই ভিডিওটি স্টার স্পোর্টসের টু্ইটার পেজ থেকে শেয়ার করা ভিডিওতে অনেকেই এমন ভিডিও বিপক্ষে কথা বলেছেন।

কেউ এই ভিডিওকে গেল অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক টিম পেইনের ঋষভ পান্থকে দেওয়া বেবি সিটিং চ্যালেঞ্চ হিসেবে দেখে অনেকটা স্বাভাবিক ভাবেই নিয়েছে। তবে অনেকেই আবার এটিকে লজ্জাজনক ও নিজেদেগর ভাবমূতি নষ্ট করার সাথে তুলনা করেছেন। 

হার্দিক নামের এক টুইট ব্যবহারকারী হতাশা প্রকাশ করে লিখেছেন, মনে আছে অস্ট্রেলিয়া কিভাবে আমাদের বরণ করেছিল। বিরাট কোহলিকে তারা রাজা উপাধি দিয়েছিল।

মো. কামাল হাসান নামে আরেক ব্যক্তি লিখেছেন, এটা কখনও স্বাগত জানানোর জন্য ভালো উপায় নয়, এগুলা আমাদের ভাবমূর্তি নষ্ট করবে।

২৪ তারিখ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে সিরজ শুরু হবে। আর  ২ মার্চ থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ১৩ মার্চ।

Bootstrap Image Preview