Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে নিপাহ ভাইরাস প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২০ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২২ PM

bdmorning Image Preview


ঝিনাইদহে নিপাহ ভাইরাস প্রতিরোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ, সদর হাসাপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদসহ অন্যান্যরা।

এসময় বক্তারা, নিপাহ ভাইরাস প্রতিরোধে খেজুরের কাঁচা রস না খাওয়া, কোন ধরণের আংশিক খাওয়া ফল না খাওয়া, আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে হাত ধোয়াসহ সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Bootstrap Image Preview