Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবৈধ কাঠ পোড়ানোর অপরাধে ৩ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৬ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:১৬ PM

bdmorning Image Preview


ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের মালিপাড়া গ্রামে অনুমোদনহীন ভাবে ইটভাটা চালানো ও কাঠ পোড়ানোর অপরাধে ভাই ভাই বিক্সস নামে একটি ইটভাটারকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ অভিযান পরিচালনা করেন। এসময় ভাটার চিমনী ভেঙ্গে দেওয়া হয়।

 নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, দীর্ঘদিন ধরে অনুমোদন না নিয়ে ভাটার মালিক ইটভাটা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে অবৈধ ভাবে কাঠ পোড়াচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সতত্যা পাওয়া গেলে মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ভাটা গুলোর ব্যারেল চিমনি ভেঙ্গে ফেলা হয় এবং ভবিষ্যতে ইট ভাটা চালাতে হলে নিয়ম নীতি মেনে চালানোর জন্য ভাটা মালিকদের সতর্ক করা হয়। তিনি আরোও জানান, এ ধরণের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

Bootstrap Image Preview