Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছুটিতে এসে কৃষককে পিটিয়ে হত্যা করল পুলিশ সদস্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৮ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১২:১৮ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে মোঃ সেলিম নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ ফেব্রুয়ারি) দুই দিনের ছুটিতে এসে এসআই মোহাম্মদ আলী এ হত্যাকাণ্ড ঘটায়।

জানা যায় ,পূর্বশত্রুতার জেরে গত শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে কৃষক মো. সেলিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে একই এলাকার আলাল উদ্দিন ফকিরের গরুর খামারে হাত বেঁধে রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুত আহত করেন এসআই মোহাম্মদ আলী, তার ভাই, ছেলে ও ভাগনে । রাতেই মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে সেলিমের মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় সোমবার দুপুরে নিহত সেলিমের নিজ গ্রাম আন্ধারিয়াপাড়ায় জানাজা শেষে গ্রামের শত শত মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে প্রবেশ করে। প্রথমে থানায় প্রবেশ করে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের থানা থেকে বের করে দিয়ে থানার প্রধান ফটক বন্ধ করে দেয়। বিক্ষোভকারীরা সেখান থেকে সরে গিয়ে উপজেলা পরিষদ ঘেরাও করে সেখানেও বিচারের দাবিতে বিক্ষোভ করে। পরে তারা উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, আইন সবার জন্যই সমান।সে হোক পুলিশ কিংবা সাধারণ মানুষ এসআই মোহাম্মদ আলীর সৎ মা ফিরুজা খাতুনকেও গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview