Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ছাতক উপজেলা নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হাসান আহমদ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫০ AM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫০ AM

bdmorning Image Preview


ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা স্ব স্ব মনোনয়ন পত্র দাখিল করেন।

১৬ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বাকী ১৫ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান ও স্বতন্ত্র হিসেবে বিদ্রোহী প্রার্থী আওলাদ আলী রেজা মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, বাবুল রায়, শাহীন চৌধুরী, ইজাজুল হক রনি, আতাউল হক সানি, আব্দুল গাফফার, এড. মাছুম আহমদ, লোকমান হোসেন ও শামীম আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিখা রানী দে, লিপি বেগম, রাবেয়া বেগম ও নাসিমা আক্তার চামেলী মনোনয়নপত্র দাখিল করেছেন।


 

Bootstrap Image Preview