Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সালথায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ১

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩১ AM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩১ AM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে  রাসেল শেখ (২৪) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক দুই ইউপি সদস্যসহ ৩৩ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ইউপি সদস্য মঞ্জুর মোল্যার সমর্থকদের সঙ্গে সাবেক ইউপি সদস্য লুৎফর মোল্যার সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় দলের সমর্থকরা দেশীয় অস্ত্র— ঢাল, কাতরা, সড়কি, ভেলা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের ১১ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় দলের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে মঞ্জুর মোল্যার সমর্থক রাসেল শেখকে গুরুত্বর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বাকিদের বোয়ালমারী স্বাস্থ্যকেন্দ্র ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পরের দিন সোমবার(১১ ফেব্রুয়ারি) নিহতের বড় ভাই জামাল শেখ বাদী হয়ে সাবেক ইউপি সদস্য আলিম মল্লিক ও লুৎফর মোল্যাসহ ৩৩ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-০৪, তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৯ইং।

সালথা থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, রাসেল হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

Bootstrap Image Preview