Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রী পদে থাইল্যান্ডের রাজকুমারির প্রার্থীতা বাতিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৮ AM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১১:১৮ AM

bdmorning Image Preview


থাইল্যান্ডে প্রধানমন্ত্রী পদে রাজকুমারি উবলরত্না সিরিবধনার (৬৭) প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) কমিশন তার মনোনয়নপত্রটি বাতিল করে দেয়।

প্রায় ৫ বছর পর থাইল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে থাই রাকসা চার্ট পার্টি থেকে প্রধানমন্ত্রী পদে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন উবোলরতনা। কিন্তু তার বড় ভাই রাজা মহা ভাজিরালংকর্ন তার নির্বাচনে অংশগ্রহণের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, এটা থাইল্যান্ডের প্রথা, ঐতিহ্য ও সংস্কৃতি বিরোধী।

উল্লেখ্য, ১৯৩২ সাল থেকে থাইল্যান্ডে সাংবিধানিক রাজতন্ত্র বজায় রয়েছে। দেশটির ওপর রাজ পরিবারের রয়েছে ব্যাপক প্রভাব। ১৯৭২ সালে এক মার্কিনীকে বিয়ে করায় উবোলরতনার রাজ সম্মান কেড়ে নেওয়া হয়।

এরপর বিয়ে ভেঙে গেলে তিনি দেশে ফিরে আসেন কিন্তু তাকে তার সম্মান ফিরিয়ে দেওয়া হয়নি। যদিও থাইল্যান্ডের জনগণ তাকে রাজ পরিবারের সদস্যদের মতোই সম্মান করতেন।

Bootstrap Image Preview