Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিপিএল ফ্রাঞ্চাইজি কিনতে চায় নোয়াখালী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৪ AM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৫ AM

bdmorning Image Preview


সপ্তম আসরের পরিকল্পনা নিয়ে চিন্তা ভারনা শুরু করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নতুন আসর হতে পারে চলতি বছরের শেষ দিকে। অথাৎ ডিসেম্বর থেকে শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহে শেষ হতে পারে। একই সাথে নতুন আসরে ফিরতে পারে পুরাতন ফ্রাঞ্চাইজি বরিশাল আর নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে বিপিএলে যোগ দিতে পারে নোয়াখালী।

বিপিএলের নতুন আসর নিয়ে ভাবতে শুরু করেছে বিসিবি। বিপিএলের সপ্তম আসরে ঢাকায় ম্যাচের সংখ্যা কমিয়ে খুলনা আন্তর্জাতিক স্টেডিয়ামে কিছু ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছেন কাউন্সিলর। যা নির্ভর করছে বিপিএল গভর্নিং কাউন্সিলের নীতিগত সিদ্ধান্তের উপর।

ষষ্ঠ মৌসুমের পর্দা নেমেছে দিন তিনেক আগে, বিসিবির ভাবনায় বিপিএল সিজন সেভেন। এবছরই আরো একটা বিপিএল মাঠে গড়াবে, যার সম্ভাব্য ডেটলাইন ঠিক করে ফেলেছে বিসিবি। তবে ডিসেম্বর-জানুয়ারির উইন্ডো চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে কথা বলে। ঢাকা-চট্টগ্রাম-সিলেটের পর ভেন্যু তালিকায় ফিরতে পারে খুলনা।

বিপিএলের চার মৌসুমের চুক্তি শেষ অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। মালিকানা নিয়ে বড় রদবদল হবার সম্ভাবনা কম। বরং সিজন সেভেনে বরিশাল ও নোয়াখালী নতুন ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান।

একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে জালাল ইউনুস জানান,"বরিশাল এবং নোয়াখালী থেকে বেশ কয়েকটি কোম্পানি এবং ব্যাক্তিরা আগ্রহ দেখালেও সামনের বিপিএল থেকেই তারা থাকবে এমন ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি!"

Bootstrap Image Preview