Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্র পরির্দশনে শরীয়তপুর জেলা প্রশাসক

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৫ AM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৫ AM

bdmorning Image Preview


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্র পরির্দশন করলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে তিনি পরিদর্শনে যান।

এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও সেবাকে সাধারণ মানুষের দৌড় গড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন করেছে বাংলাদেশ সরকার। আর প্রধানমন্ত্রীর এ উদ্দেশ্যকে সঠিকভাবে ধারণ করে কাজ করে যাচ্ছেন ইউনিয়র সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। 

পরিদর্শনকালে তার সাথে ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আাহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, চরসেনসাস ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জিতুমিয়া বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুমবালা প্রমূখ।

Bootstrap Image Preview