Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শীর্ষে সাকিব, আছেন মাশরাফি ও রুবেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM

bdmorning Image Preview


কাল থেকে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়নাডে সিরিজের প্রথমটি শুরু হচ্ছে নেপিয়ারে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ইঞ্জুরিতে মাসষিক দিক থেকেই আগে থেকেই কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ দল। পরিসংখ্যানে সেই কথাই বলছে। 

এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৩১ ম্যাচ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে ২১টি জয় নিয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড। আর বাকি ১০ টি জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ গুলোতে সফল পাঁচ বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব। এখন পর্যন্ত ২১ ম্যাচে ৩৫টি উইকেট শিকার করেছেন। তার পরই আছেন নিউজিল্যান্ডের কাইল মিলস। তার শিকার ৩৩টি।

তৃতীয়স্থানে আছেন সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ৩১টি উইকেট শিকার করেছেন তিনি। তবে উইকেট শিকারের তালিকায় চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছেন বাংলাদেশের দুই পেসার রুবেল হোসেন ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রুবেল ২১ ও মাশরাফি ১৭টি উইকেট শিকার করেছেন।

সর্বোচ্চ দশজন উইকেট উইকেট শিকারি বোলারঃ

১। সাকিব আল হাসানঃ ২১ ম্যাচে ৫.০৭ ইকোনমিতে ৩৫ উইকেট

২। মিলসঃ ১৭ ম্যাচে ৪.১৬ ইকোনমিতে ৩৩ উইকেট

৩।ড্যানিয়েল ভেট্রোরিঃ ২০ ম্যাচে ৩.৩৬ ইকোনমিতে ৩১ উইকেট

৪। রুবেল হোসেনঃ ১২ ম্যাচে ৫.১৮ ইকোনমিতে ২১ উইকেট

৫।ওরামঃ ১২ ম্যাচে ৩.৫১ ইকোনমিতে ২১ উইকেট

৬। মাশরাফিঃ ১৭ ম্যাচে ৫.৪৮ ইকোনমিতে ১৭ উইকেট

৭।টিম সাউদিঃ ১৪ ম্যাচে ৪.৫৪ ইকোনমিতে ১৬ উইকেট

৮।জিমি নিশামঃ ৮ ম্যচে ৬.০৮ ইকোনমিতে ১৪ উইকেট

৯।আব্দুর রাজ্জাকঃ ১৪ ম্যাচে ৬.০৮ ইকোনমিতে ১৪ উইকেট

১০।স্টাইরিশঃ ১২ ম্যাচে ৩.৫৮ ইকোনমিতে ১১ উইকেট।

Bootstrap Image Preview