Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, জুলাই ২০২০ | ২২ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

মুন্সিগঞ্জে প্রাইভেটকার-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৯ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview


মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় প্রাইভেটকারের চালকও নিহত হয়েছে। এছাড়া একজন আহত হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভবেরচর পুলিশ হাইওয়ের টি আই জহিরুল ইসলাম নিহতের খবর নিশ্চিত করেন।

নিহতরা হলেন- গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সিদ্দিকুর রহমান (৭০), তার স্ত্রী জেসমিন সুলতানা (৫৫)। তাদের বাড়ি চাঁদপুরের কচুয়ায়। নিহত প্রাইভেট কার চালক আবদুল্লাহ সরকার (৩৫)। তার বাড়ি চাঁদপুরের দক্ষিণ মতলবের শিবপুরে।

এ ব্যাপারে টি আই জহিরুল ইসলাম বলেন, ঢাকাগামী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত ও অপর একজন আহত হন। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ভবেরচর পুলিশ ফাঁড়িতে আছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview