Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, আগষ্ট ২০১৯ | ৫ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

দেড় কোটি টাকা আক্কেল সেলামি দিলেন প্রেমিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৪ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview


যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক করে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা খেসারত দিতে হয়েছে প্রেমিকাকে। প্রেমিকের নগ্ন ছবি ইন্টারনেটে ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে এ টাকা হাতিয়ে নেন ছদ্মবেশী বিত্তবান ভণ্ড প্রেমিক। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে এ ঘটনা ঘটেছে। 

অভিযুক্ত ভণ্ড প্রেমিককে দেড় বছরের কারাদণ্ড ও বাংলাদেশি ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা করেছে আদাতল। নগ্ন ছবি ফাঁসের হুমকি, প্রতারণা ও মিথ্যা প্রতিশ্রুতির দায়ে অভিযুক্ত ওই প্রেমিককে দেড় বছরের কারাদণ্ডে দেয়া হয়েছে। এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বহুল প্রচারিত দৈনিক খালিজ টাইমস্।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, অভিযুক্ত তরুণ আরব বংশোদ্ভূত। মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে তিনি ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়েছিলেন। আমিরাতে অবৈধভাবে বসবাস করলেও নিজেকে একজন বিত্তশালী আমিরাতি হিসেবে পরিচয় দিয়েছিলেন ওই নারীর কাছে।

অভিযুক্ত ব্যক্তি ভুয়া নাম ব্যবহার করে ওই নারীর সঙ্গে টুইটারে পরিচিত হন। পরে তার সঙ্গে দেখা হলে নিজেকে বিত্তশালী আমিরাতি বলে দাবি করেন। এক পর্যায়ে তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। বিয়ের প্রতিশ্রুতি দিলে অভিযুক্ত ব্যক্তিকে নিজের নগ্ন ছবি ও টাকা পাঠিয়ে দেন ওই নারী। দফায় দফায় প্রায় ৭ লাখ আমিরাতি দিরহাম (বাংলাদেশি প্রায় এক কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ১৮৯ টাকা) পাঠিয়ে দেন।

Bootstrap Image Preview