Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে চুরি হওয়া স্বর্ণালংকার ঢাকায় উদ্ধার, গ্রেফতার ২

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০৬ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১২ PM

bdmorning Image Preview


ঝালকাঠির আনসার-ভিডিপি কার্যালয়ের এক কর্মকর্তার বাসায় চুরি হওয়া ছয় ভরি স্বর্ণালংকার ঢাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের ঢাকা থেকে গ্রেফতার করে আজ সোমবার সকালে ঝালকাঠি থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বোতলা গ্রামের মঈনুল হাসানের ছেলে দ্বীপ এবং ঝালকাঠি সদর উপজেলার জয়সি গ্রামের জামাল খানের ছেলে রেদোয়ান খান।

জানা যায়, ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা ও জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে কর্মরত সেলিনা বেগমের বাসায় গত ৩০ জানুয়ারি চুরি হয়। বাসা থেকে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ ৮০ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় সেলিনা বেগম বাদী হয়ে গত ৭ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সেলিনা বেগমের নাতি (মেয়ের ছেলে) রাফসান জনি দ্বীপকে। ঘটনার পর থেকে দ্বীপ ঢাকায় একটি বাসা ভাড়া করে থাকতো।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী রেদোয়ান খান নামে এক যুবককেও গ্রেফতার করা হয়। এসময় চুরি হওয়া ছয় ভরি স্বর্ণের গহনা ও একটি খেলনা পিস্তল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। তবে চুরি হওয়া টাকা তাদের কাছে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview