Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবি পল্লী বিদ্যুৎ নির্বাচনে ছাতা মার্কা বিজয়ী

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২১ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:২১ PM

bdmorning Image Preview


শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার শালাইপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছাতা মার্কা প্রতীক নিয়ে জাহাঙ্গীর মাস্টার ও বৈদ্যতিক ফ্যান মার্কা প্রতীক নিয়ে খলিলুর রহমান প্রতিদ্বন্দিতা করেন।

পরে সন্ধ্যায় পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে নির্বাচক প্রধানের দায়িত্ব প্রাপ্ত ঢাকা থেকে নিযুক্ত অফিসার ও পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোবিন্দ চন্দ্রসহ বিভিন্ন পদের অফিসার, দুই প্রার্থী, এজেন্ট, পুলিশ ও চেয়ারম্যানের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৫ হাজার। আর ভোট সংগ্রহ হয়েছে ৫৪৮৪।

ভোট গণনা শেষে ছাতা মার্কার প্রার্থী জাহাঙ্গীর মাস্টার ৩১৮৭ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত আর ২১৩৪ ভোট পেয়ে বৈদ্যতিক ফ্যান মার্কার প্রার্থী খলিলুর রহমান পরাজিত হয়। এ ছাড়াও ৫১ ভোট বাতিল করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview