Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পৌরসভার হিসাবরক্ষকের কোটি কোটি টাকা

জাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৯ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


অবৈধ সম্পদ অর্জনের দায়ে পটুয়াখালী পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষক এসএম শাহিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পটুয়াখালী দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় এসএম শাহিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৩’শ পঞ্চাশ টাকার অভিযোগ করেছে দুদক।

অভিযোগে জানা যায়, এসএম শাহিন ও তার স্ত্রীর নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ থাকার প্রেক্ষিতে দুদক তাকে নোটিশ করে। এর পেক্ষিতে গত বছরের ১১ ডিসেম্বর এসএম শাহিন তার সম্পদ বিবরণী দুদকে জমা দেয়। পরে দুদকের অনুসন্ধানে তার দাখিলকৃত সম্পদ বিবরণী মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়। এ ব্যাপারে শাহিনের সাথে যোগযোগ করেও তাকে পাওয়া যায়নি।

মামলা দায়েরের পর বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, এসএম শাহিন পটুয়াখালী পৌরসভার হিসাবরক্ষক পদে থেকে র্দীঘদিন ধরে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে পটুয়াখালী পৌরসভার কয়েকটি খাতে দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় পৌরবাসী ক্ষুব্ধ হয়ে শহরে তার বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এসএম শাহিন ও তার স্ত্রীর নামে পটুয়াখালীর বাড়িসহ স্থাবর অস্থাবর সম্পত্তি জ্ঞাত আয় বর্হিভূত হওয়ায় এ মামলা দায়ের করে দুদক।

Bootstrap Image Preview