Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, আগষ্ট ২০১৯ | ৭ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

জেলেদের জালে ২ হাজার কেজির উড়ুক্কু মাছ আটক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০১ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পার্শ্ববর্তি দেশ ভারতের পশ্চিম বঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পেটুয়াঘাট মৎস্য বন্দরে জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির একটি ক্যাটফিস বা উড়ুক্কু মাছ।

গত রবিবার (১০ ফেব্রুয়ারি) প্রায় ২০ কুইন্টাল বা ২০০০ কেজির এই উড়ুক্কু মাছটি 'ক্যাটফিস' গোত্রের। বিশাল আকৃতির এই মাছটির ধরা পড়ার খবর শুনে এটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, ছোট মাছ খাওয়ার জন্যই তীরের কাছে এসেছিল মাছটি। এমন সময় এটি ধরা পড়ে স্থানীয় জেলেদের জালে। বিশাল এই মাছটির ওজন প্রায় ২০ কুইন্টাল বা ২০০০ কেজি। এই মাছের ভীষণ ক্ষিপ্রতার সঙ্গে শিকার করার বৈশিষ্ট্যের জন্যই স্থানীয়রা একে উড়ুক্কু মাছ নাম দেন। স্থানীয় জেলেদের ধারণা, খাবারের সন্ধানেই তীরের কাছে চলে এসেছিল গভীর সমুদ্রের এই মাছটি।

বিশাল আকৃতির এই মাছের ধরা পড়ার খবর মূহুর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। পাড়ে উঠানোর পর এটিকে এক নজর দেখতে ভীড় জমান স্থানীয় বাসিন্দারা। এই বন্দরে এর আগে কখনো এই আকৃতির ক্যাটফিস ধরা পড়েনি বলেও জানান তারা। পরবর্তীতে মাছটিকে মৎস দফতরের হাতে তুলে দেওয়া হয়।

Bootstrap Image Preview