Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে প্রক্সি দিতে গিয়ে ভুয়া পরীক্ষার্থী আটক

আল মামুন জীবন, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪৮ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রক্সি দেয়ার অভিযোগে এক ভুয়া এসএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) চলমান এসএসসি ও সমমান পরীক্ষার ইংরেজি বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান তাকে আটক করেন।

আটককৃত ভুয়া পরীক্ষার্থী রুস্তম আলী (১৮) উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে। সে আব্দুল জব্বারের ছেলে দুর্গাপুর দাখিল মাদরাসার ছাত্র সুজন আলীর পরিবর্তে মাদরাসা বোর্ডের অধীনে ইংরেজি পরীক্ষা দিচ্ছিল।

সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সচিব ফজলে রাব্বী মোঃ নুরুল ইসলাম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান কেন্দ্র পরিদর্শনের সময় তাকে আটক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তিনি বাদী হয়ে থানায় মামলা দিয়ে ভুয়া পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেন।

মাসুদুর রহমান মাসুদ বলেন, ভুয়া পরীক্ষার্থীকে আটক করে থানায় দেওয়া হয়েছে এবং দুর্গাপুর মাদরাসার ছাত্র সুজন আলীকে দু'বছরের জন্য বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বালিয়াডাঙ্গী উপজেলায় চারটি পরীক্ষা কেন্দ্রে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৭’শ ৫৬ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের ৪’শ ৬৬ জন এবং কারিগরী শিক্ষাবোর্ডের ৬১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

Bootstrap Image Preview