Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, ফেব্রুয়ারি ২০১৯ | ৭ ফাল্গুন ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

ভুত কেড়ে নিয়েছে গ্রামের ১৬ পরিবারে সুখ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২১ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:২১ PM

bdmorning Image Preview


ভারতের বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির চালিবাড়ির ডিহিপাড়ায় ভূতের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে ১৬টি পরিবার। পুরো ডিহিপাড়াই এখন জন-মানুষ শুন্য। তবে ভূত যতটা না বাস্তবের তার চেয়ে বেশি মানুষের মনে।

গ্রামের মানুষগুলো কথিত সেই ভূতকে একটা সময় এতটাই ভয় পেতে শুরু করে যে, আর ফিরে যেতে পারেনি ঘরে। এর কয়েকদিন পরই গ্রাম ছেড়ে পালাতে শুরু করেন বাসিন্দারা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তিন কিলোমিটার দূরে চালিবাড়ির ডিহি। একবছর আগে সেখানে এক কিশোর খুন হয়। তারপরেই শুরু ভূতের ভয়। তবে কথিত সেই ভূত দেখেনি কেউ। তবুও ভয়েই গ্রাম ছেড়ে পালিয়ে যায় ১৬ পরিবার। ইচ্ছে থাকলেও বাড়ি ফেরা হয়নি আর তাদের।

ভূতের আতঙ্ক কাটাতে তৎপর হয়েছে ব্লক প্রশাসন। গ্রামবাসীদের মন থেকে ভয় দূর করতে করা হচ্ছে সচেতনতা প্রোগ্রাম। ভূত বড় অদ্ভূত। সেটি থেকেও নেই। আবার না থেকেও আছে। ভৌতিক এই ভয় শেষ করে দিয়েছে গ্রামটির সুখ।

Bootstrap Image Preview