Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৩ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:১৩ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র উৎসবমুখর পরিবেশে দাখিল করেছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দিনভর এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

এর মধ্যে চেয়ারম্যান পদে ১ জন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থী এবং নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু তাহিরের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এরা হলো- চৌহালী উপজেলা পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক সরকার, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেত্রী প্রাক্তন চেয়ারম্যান মাহফুজা খাতুন, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোল্লা বাবুল আক্তার, হুমায়ন কবীর, রেজাউল করিম, আব্দুর রোউফ সিরাজী, কমরুল হায়দার মুন্না, মাসুদ রানা, বিএনপির শহিদুল ইসলাম তালুকদার শহীদ ও সাইফুল ইসলাম। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নাসরিন আক্তার, রোমানা পারভীন।

এসময় উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার জানান,  আমি নির্বাচিত হলে প্রথম কাজ হবে ভাঙ্গনমুক্ত করে মানুষকে আজীবন আতংকের হাত থেকে মুক্ত করা। এর পাশাপাশি   চরাঞ্চলের অবহেলিত মানুষের অতীতেও যেমন পাশে থেকে কাজ করেছি। আগামীতেও অব্যাহত থাকবে।
 

Bootstrap Image Preview