Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মধু হই হই’ গানের আসল শিল্পী আবদুর রশীদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview


‘মধু হই হই আরে বিষ খাওয়াইলা/কোন কারণে ভালোবাসার দাম ন দিলা/ও তুই কোন দোশন পায় ভালোবাসার দাম ন দিলা/আশায় আছিল তোমারে লই/বাইন্ধুম একখান সুখেরই ঘর/সুখের বদল আরে দুঃখ দিলা/ কোন কারণে ভালোবাসার দাম ন দিলা...’ চট্রগ্রামের জনপ্রিয় এই আঞ্চলিক গানটি দেশের অনেক নামী শিল্পীর গলায় বাসা বেঁধেছে। কক্সবাজারের ক্ষুদে শিল্পী জাহিদ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে গেছেন। কিন্তু এই গানের আসল শিল্পী কে সেটি জানেন?

তিনি অনেকের কাছেই অপরিচিত। তার সৃষ্টি সকলের কাছে পরিচিতি পেলেও দীর্ঘদিন তিনি আড়ালে পড়ে আছেন। গানটির মূল শিল্পী আবদুর রশীদ।

জানা যায়, প্রেমিকা মীনারাকে হারিয়ে গানটি বেঁধেছেন আবদুর রশীদ। সেটি নব্বই দশকের কথা। কিন্তু এতদিনেও তিনি নিজেকে বাংলাদেশের বুকে উপস্থাপন করতে পারেননি।

গানটি সৃষ্টির সময় সেন্ট মার্টিনে ঘুরতে আসা এক ট্যুরিস্ট গানটি লিখে নেন ও ভিডিও করেন। পরে সন্দীপন দাস তাঁর প্রথম অ্যালবাম ‘সোনাবন্ধু’তে গানটি ব্যবহার করেন (সংগৃহীত বলে)। তবে এটা ইচ্ছাকৃত ছিল না বলে জানিয়েছেন সন্দীপন।

তিনি বলেন, ‘আমার প্রথম অ্যালবামটি করার সময় ফয়সাল সিদ্দিকী বগি ভাই এই গান দিয়েছিলেন। তিনিও জানতেন না গানটি কার লেখা ও সুর করা। ফলে সংগৃহীত বলে গানটি প্রকাশ করি। কিন্তু পরবর্তী সময়ে যখন রশীদ ভাইয়ের কথা জানতে পারি তখন থেকে সব জায়গায় নিয়মিত তাঁর নাম বলেছি। এখন রশীদ ভাইয়ের সঙ্গে নিয়মিত আমার যোগাযোগ হয়। আমরা ভালো বন্ধুও। তাঁর মেধাকে আমি সম্মান করি।’

উল্লেখ্য, পেশায় জেলে হলেও অবসরে এখনো সেন্ট মার্টিনে আসা টুরিস্টদের গান শোনান আবদুর রশীদ।

Bootstrap Image Preview