Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৬০ বছরেও মুছেনি দুঃখ, নৌকাই একমাত্র ভরসা 

এম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫১ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫১ PM

bdmorning Image Preview


ভোলার লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ফাতেমাবাদের প্রায় শতাধিক ছাত্রছাত্রী একটি মাত্র খেয়া নৌকার ওপর ভরসা করে স্কুলে যাতায়াত করে। খেয়া নৌকা না থাকলে তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এছাড়াও প্রায় সহস্রাধিক মানুষ প্রতিদিন ২০০ মিটারের চওড়া বেঁতুয়া খাল পাড়ি দিয়ে নিজেদের প্রয়োজনীয় কাজ সাড়ছে। নৌকাতে করে এখানের মানুষরা বিগত ৬০ বছর ধরে খালটি পাড়ি দিতে হচ্ছে। যার কারণে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার লোকজনদের।

সূত্রে জানা গেছে, ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ এলাকায় অবস্থিত বেঁতুয়া খাল। ওই খাল এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। এ খালে নেই ব্রিজ। এ খালে এক সময় লঞ্চ চলাচল করতো। খালটি ক্রমেই ছোট হয়ে আসলে বন্ধ হয়ে যায় লঞ্চ চলাচল। খালের একপাশে লালমোহন উপজেলা অন্যপাশে চরফ্যাশন উপজেলা। এখানে বিগত ৬০ বছরেও একটি ব্রিজ নির্মাণ হয়নি। প্রতিদিন শতাধিক শিক্ষার্থী খালটি পাড়ি দিয়ে ওপারে গিয়ে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আজাহার মাধ্যমিক বিদ্যালয় ও আসলামপুর দাখিল মাদ্রাসায় পড়াশোনা করছে।

শিক্ষার্থী ঝুমা, ঝর্ণা, মেরুনা, মারিয়া ও শাকিল জানায়, আমরা প্রতিদিন এখান দিয়ে নৌকায় করে যেতে হয়। যার কারণে বর্ষাকালে আমাদের অনেক সমস্যা হচ্ছে। বৃষ্টিতে আমাদের বই খাতা ভিজে যায়। মাঝে মাঝে খালের ভিতর নৌকা উল্টে পড়ে আমাদের জামা-কাপড় ভিজে যায়। তাই আমাদের সমস্যা লাগবের জন্য এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।

মহিউদ্দিন, জসিম উদ্দিন, আক্তার মিয়া ও নিরঞ্জন নামের কয়েকজন এলাকাবাসী বলেন, উপজেলা সদর থেকে এই এলাকাটি অনেক দূরে। তাই প্রয়োজনীয় কাজ আমাদের চরফ্যাশনে গিয়ে করতে হয়।

লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, একটি মাত্র ব্রিজের জন্য ফাতেমাবাদের বাসিন্দারা অনেক দুর্ভোগ পোহাচ্ছে। তাদের সমস্যার কথা বিবেচনা করে আমি ইতোমধ্যে আমাদের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে জানিয়েছি। তিনিও একটি ব্রিজ নির্মাণের জন্য ডিও লেটার দিয়েছেন। আশা করছি খুব শিগগিরই এখানে একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।

উপজেলা এলজিইডি প্রকৌশলী এ.এম.এম আলী রেজা রাজু বলেন, এখানে একটি ব্রিজ নিমার্ণের কাজ প্রক্রিয়াধীন রয়েছেন। বছর খানেকের ভেতর তা শুরু করা হবে।

 


 

Bootstrap Image Preview