Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির সংবাদ সম্মেলন

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৩ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪২ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিস দালাল ও ঘুষমুক্তকরণ এবং স্থায়ী সাব-রেজিষ্টার নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন ও কলম বিরতি পালন করেছে শ্রীপুর সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতি।

রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় স্থানীয় সাব-রেজিষ্ট্রি অফিস সম্মুখে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান মন্ডল। তিনি বক্তব্যে বলেন, সদ্য বিদায়ী সাব-রেজিষ্ট্রার সৈয়দ নজরুল ইসলাম অবসরে যাওয়ায় এ পদ শূন্য হয়। শূন্য পদে গাজীপুর সদর সাব-রেজিষ্ট্রার মনিরুল ইসলামকে (মনি) আই.জি.আর খন্ডকালীন দায়িত্ব পালনের অনুমতি প্রদান করে।

যেহেতু শ্রীপুরের সাব-রেজিষ্ট্রি অফিসটি সর্বদা কর্মব্যস্ত থাকে। তাই স্থায়ী সাব-রেজিষ্ট্রার নিয়োগ না করলে খন্ডকালীন সাব-রেজিষ্ট্রারের অধীনে কোন দলিল না করে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি পালনের ঘোষণা দেন। এছাড়াও দালাল ও ঘুষমুক্ত করতে পূর্বে নিয়োগপ্রাপ্ত নকল নবিশ ও কতিপয় দালালদের অপসারণ ও স্থায়ী সাব-রেজিষ্ট্রার নিয়োগের জন্য সরকারের কাছে দাবি জানান।

এ সময় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ উসমান গনি খোকাসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview