Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে ভূমি সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪১ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview


পাঁচবিবির বিনধারা ইউনিয়নের ভূমি অফিসের সহকারী নুর ইসলামের বিরুদ্ধে খাজনা পরিশোধে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত ৫ ফেব্রুয়ারি উপজেলার মোহাম্মদপুর ইউপির রাইগাঁও এর মৃত মাহাতাব উদ্দিন মন্ডলের ছেলে রেজাউল ইসলাম বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাইগাঁও মৌজায় ২৮৭ ও ২৮৯ নং খতিয়ানের বিভিন্ন দাগে ৪.৬৪ একর এবং ১.০৯ একর সম্পত্তি নন্দীগাঁও মৌজায় ১০১ নং দাগ খতিয়ানে ১.৭৩ এর ১.৫০ একর সম্পত্তির খাজনা পরিশোধের জন্য বিনধারা সহকারী ভূমি অফিসে গেলে ভূমি সহকারী নুর ইসলাম খাজনা পরিশোধের জন্য ৮,০১৯ (আট হাজার উনিশ) টাকা বাদি রেজাউল ইসলামের থেকে নিয়ে ৮১৯ টাকার রশিদ প্রদান করেন।

এছাড়াও ওই বিবরণীতে উল্লেখ রয়েছে ৮,০১৯ টাকা নিয়ে রশিদে কেন ৮১৯ টাকা লেখা হল এ বিষয়ে জানতে চাইলে পরবর্তীতে পুনরায় চেক প্রদান করা হবে বলে জানান তিনি।

তবে এসব অভিযোগের বিষয় অস্বীকার করে অভিযুক্ত ভূমি সহকারী নুর ইসলাম বলেন, খাজনা খারিজের নামে কারো নিকট থেকে আমি অতিরিক্ত টাকা নেই না।

এদিকে রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রশিদপুর গ্রামের রফিকুল ইসলামের কাছ থেকে দুই শতক জায়গার খাজনা নেওয়ার জন্য পাঁচশত টাকা নিলেও রশিদে লেখা আছে ৩৬৪ টাকা।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল আলম বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Bootstrap Image Preview