Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সদরপুরে আগুনে ৬টি বসতঘর পুড়ে ছাই, আহত ২  

সাব্বির হাসান, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২৯ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:২৯ PM

bdmorning Image Preview


সদরপুরের ভাষানচর জমাদার ডাঙ্গী গ্রামের ৬টি বসতঘর আগুনে পুড়ে গেছে। এ সময় দুইজন আহতও হয়।

রবিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, ওই গ্রামের বিল্লাল জমাদার এর রান্নাঘর থেকে রবিবার বিকেল ৪টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহীন শিখা চারদিকে ছড়িয়ে পড়লে পাশে থাকা ইউনুস মৃধা ও বিল্লাল জমাদারের বসতঘর ওই আগুনে পুড়ে যায়। এলাকাবাসীর ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে মোঃ ইউনুস মৃধা (৪৫) ও বিল্লাল জমাদার (৪৮) এর দুইটি বসতঘর, ২টি গোয়ালঘর ও ২টি রান্নাঘর পুড়ে যায়। এছাড়াও আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বাড়ির শাহ আলম মৃধা (২৮) ও আসমা আক্তার (২৫) নামের দুইজন আহত হয়েছেন।

আগুনের খবর পেয়ে সদরপুরের ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌছানোর আগেই এলাকাবাসীর চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাড়ির লোকজন। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার। ক্ষতিগ্রস্থ বসতঘর পরিদর্শন করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এছাড়াও তাৎক্ষণিক শুকনা খাবার ও কম্বল বিতরণ করা হয়।

এসময় তার সাথে ছিলেন, সদরপুর সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) সজল চন্দ্র শীল।


    

Bootstrap Image Preview