Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে সাজাপ্রাপ্ত ১৮ আসামি আটক

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩৪ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৪ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ১৮ আসামিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এসময় মো. মাসুম, রায়হান বেপারী, মো. মাসুদ, মো. হারুন, আওলাদ হোসেন, মো. রনি, মোসলেহউদ্দিন, অপু আল মৃধা, প্রশান্ত ক্রুশ, মন রোজারীও, নাদিম উল্লাহ, মো. আবুল হোসেন শেখ ও ইলিয়াস মিয়াসহ আরও কয়েকজনকে আটক করা হয়। এ অভিযানে ৮৩টি ওয়ারেন্টও নিষ্পত্তি হয় বলে জানিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ ।

থানা সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম (বার) এর নির্দেশক্রমে এবং কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্তের তত্ত্বাবধানে থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া, পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী ও পরিদর্শক (অপারেশন) সোহেল রানার নেতৃত্বে উপ-পরিদর্শকদের নিয়ে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাদক ও ডাকাতিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ১৮ জন আসামিকে আটক করা হয়। এছাড়াও সর্বমোট ৮৩টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর মিয়া বলেন, বিশেষ অভিযানে আটককৃতদের রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

Bootstrap Image Preview