Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় ছুরিকাঘাতে ডাচ্ বাংলা ব্যাংকের ম্যানেজার আহত

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধার দইখাওয়া ডাচ্ বাংলা ব্যাংকের ম্যানেজার রেজাউল করিম (২৮) ছুরিকাঘাতে আহত হয়েছে। 

রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে তাকে ছুরিঘাত করে পালিয়ে যায় সুজন (২৭) নামে এক যুবক। ব্যাংক ম্যানেজার রেউাউল ওই উপজেলার পূর্ব কাদমা এলাকার সোলেমান আলীর পুত্র এবং সুজন একই উপজেলার আমঝোল কাজীর হাট এলাকার আব্দুল কাদের পুত্র বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, রবিবার সকালে দইখাওয়া ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজার রেজাউল করিমের সাথে আমঝোল কাজীর হাট এলাকার আব্দুল কাদের পুত্র সুজনের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে দুপুরে স্থানীয়রা ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে মিমাংশা বৈঠকে বসে।

এ সময় হঠাৎ করে সুজন ছুরি বের করে ব্যাংক ম্যানেজার রেজাউল করিমের ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় ব্যাংক ম্যানেজার রেজাউল করিমকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 


 

Bootstrap Image Preview