Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় দু'দলের সংঘর্ষে একজন নিহত, আহত-২০

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪১ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪১ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রাম দু'দলের সংঘর্ষে রাসেল শেখ (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।

রবিবার সকাল ৮টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল ঐ গ্রামের মৃত আঃ খালেক শেখের ছেলে। এ ঘটনায় উভয় দলের ২০ জন আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১২জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার গ্রাম্য দলাদলী নিয়ে রবিবার সকালে ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মুঞ্জুর মোল্যার সমর্থকদের সাথে সাবেক ইউপি সদস্য লুৎফর মোল্যার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় দলের সমর্থকরা দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের ১১ রাউন্ড রাবার বুলেট ও ২টি টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় দলের অন্তত ২০জন আহত হয়। এরমধ্যে মুঞ্জুর মোল্যার সমর্থক  রাসেল শেখকে গুরুত্বর আহতবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বাকি আহতদের বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, হাসপাতালে নেওয়ার পথে রাসেল নামে এক যুবক মারা গেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে শটগানের ১১ রাউন্ড রাবার বুলেট ও ২টি টিয়ারসেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview