Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এইডস থেকে বাঁচতে পুরুষ এমপিদের খৎনার পরামর্শ নারী এমপির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৯ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৯ PM

bdmorning Image Preview


এইডস থেকে বাঁচতে আফ্রিকার দেশ তানজানিয়ার পুরুষ এমপিদের খৎনার পরামর্শ দিয়েছেন একজন নারী এমপি।তার এ পরামর্শ সংসদ গুরুত্বের সঙ্গে নিলেও বিভক্ত হয়ে পড়েছেন এমপিরা।

রবিবার সংসদ অধিবেশনে পুরুষ এমপিদের খৎনা করিয়ে নেয়ার পরামর্শ দেন জ্যাকলিন এঙগনিয়ানি নামে এক নারী এমপি।তিনি বলেন, যেসব পুরুষ সংসদ সদস্যের খৎনা করানো নেই তাদের অবিলম্বে সেটি করিয়ে নেয়া উচিৎ।

আফ্রিকার বেশ কয়েকটি দেশে এইডস থেকে বাঁচতে পুরুষদেরকে খৎনায় উৎসাহিত করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে খৎনার মাধ্যমে এইচআইভি জীবাণু ছড়ানোর ঝুঁকি ৬০ শতাংশ কমিয়ে আনা সম্ভব। চিকিৎসকরা বলছেন, খৎনায় এইচআইভির সংক্রমণ পুরোপুরি বন্ধ না হলেও কমাতে সাহায্য করে।

সেই অভিজ্ঞতা থেকেই জ্যাকলিন এঙগনিয়ানি এই পরামর্শ দিয়েছেন। তার এই পরামর্শকে ব্যক্তি স্বাধীনতাবিরোধী ও অমার্জিত বলে চিহ্নিত করেছেন।

Bootstrap Image Preview