Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আগামী ৮ মে দক্ষিণ আফ্রিকার সংসদ নির্বাচন 

এস.আই রনি, দ. আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৯ AM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৯ AM

bdmorning Image Preview


আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায় ৬ষ্ঠতম জাতীয় সংসদ ও প্রাদেশিক আইনসভার নির্বাচন। আর এই নির্বাচনে মাধ্যমে নির্ধারিত হবে কে হচ্ছেন দক্ষিণ আফ্রিকার ১২তম প্রেসিডেন্ট। 

বর্তমান ক্ষমতাসীন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় ও ক্ষমতাধর দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস(এএনসি) এর পক্ষ থেকে লড়বেন সাইরেল রামাফোজা। তিনি সাবেক দুই বারের প্রেসিডেন্ট জ্যকব জুমার বিরুদ্ধে দলীয় অনাস্থা সুবাদে গত ১৪ই ফেব্রুয়ারি ২০১৮ সালে দায়িত্ব বুঝে নেন। অন্যদিকে সাংবিধানিক নিয়মে একই ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন না। তাই বলা যায়, সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার এই নির্বাচনে প্রার্থী হওয়ার আর সুযোগ থাকছে না। এতে কপাল খুললো দলটির (এএনসি) বর্তমান প্রেসিডেন্ট সাইরেল রামাফোজার।

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে মোট ৪০০টি আসন থাকে। এর ২০০টি আসন সরাসরি প্রত্যক্ষ ভোটে এবং অপর ২০০টি আসন মোট নয়টি প্রভিন্সের নির্দিষ্ট বিধানসভার প্রতিনিধি দ্বারা নির্বাচিত হয়ে থাকে। এতে সংখ্যা গরিষ্ঠরাই দলীয়ভাবে প্রেসিডেন্ট নির্ধারণ করে থাকেন।

আগামী ৮  মে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিচ্ছেন দেশটির প্রধান দুই রাজনৈতিক দলের প্রধান সাইরেল রামাফোজা (এএনসি তথা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস), এবং মমুসী মীমেন (ডিএ তথা  ডেমোক্রেটিক এলায়েন্স)। এ চাড়াও চরমপন্থী দল ইএফএফ তথা ইকোনমিক ফ্রিডম ফাইটারস নেতা জুলিয়াস মালেমা এবং ইনকথা ফ্রিডম পার্টির নেতা মংসুথু বুলেলেজি।

Bootstrap Image Preview