Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্য আটক

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৯ PM

bdmorning Image Preview


ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুরের শ্রীপুর আনসার রোড এলাকা থেকে ৭ ডাকাতকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল- সুরুজ হাওলাদার (৩৮), বারেক হাওলাদার (৫৫), মনিরুজ্জামান (৩৩), মাহবুবু মিয়া (৩০), মোস্তফা (৪৫), সাজু (২৩), মোশারফ হোসেন ওরফে মিলন চৌকিদার (৪০)। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, আটকের সময় ডাকাতদের কাছ থেকে লোহা কাটার যন্ত্রাংশ, রড, দা, ছোরা, চাইনিজ কুড়াল ও একটি পিকাপ উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসোর রোড মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদের ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। তাদের নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও মাদক আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, কালিয়াকৈর ও শ্রীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, জেলা ডিবির সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান প্রমুখ।

আটককৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা রুজু করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 


 

Bootstrap Image Preview