Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচির উদ্বোধন

হারুন-উর-রশীদ, দিনাজপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মহতারেমা ফাতেমাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ।

এদিকে সকাল ৯টায় পৌর শহরের ঢাকামোড়ে একই কর্মসূচির উদ্বোধন করেন, পৌর মেয়র মুরতুজা সরকার মানিক।

এসময় পৌর কাউন্সিলরসহ পৌরসভার স্বাস্থ্য ও টিকাদান বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৮২টি কেন্দ্রে ১৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৭টি ইউনিয়নে ১২ হাজার ও পৌরসভায় ৪ হাজার শিশুকে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। 

 

 

 

Bootstrap Image Preview